কালিয়াকৈর উপজেলায় বাসের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ::

গাজীপুর কালিয়াকৈর উপজেলা শিলা বৃষ্টি পাম্পের মোনায়েম নামক এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে মুচড়ে ৩ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন ১ জন।

রবিবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ২:৪৫ টায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় থানাধীন ঢাকা টাংগাইল মহাসড়কে ঢাকাগামী সূএাপুর শিলা বৃষ্টি পাম্প সংলগ্ন মোনায়েম নামক এলাকায় একটি বাস প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন, নাছির উদ্দিন (২৩)পিতাঃ সবুর মিয়া গ্রামঃ আন্দি, থানাঃ সখিপুর,জেলাঃ টাংগাইল।জুয়েল(৩২) পিতাঃসেকান্দর, গ্রামঃ আন্ধি পূর্বপাড়া, থানাঃ সখিপুর, জেলাঃ টাংগাইল। মুসলিম উদ্দিন (৩০) পিতাঃ সৈয়দ, গ্রামঃ চাকন্দ বীরের বাড়ি, থানাঃ মধুপুর জেলাঃ টাংগাইল। আহত আজিজুল হক(২০) পিতাঃআবুল হোসাইন গ্রামঃ তারাকুতি,থানাঃ সখিপুর,জেলাঃ টাংগাইল।

গাজীপুর নাওজোর হাইওয়ের পুলিশ অফিসার ইনচার্জ রইছ বলেন, মির্জাপুর কুমুদিনী হসপিটাল এর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ আজিজুল হক কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।