চট্টগ্রাম প্রতিনিধি::
কোটা সংস্কার আন্দোলনের সময় নগরীর সড়কবাতি নেভানোকাণ্ডে বিতর্কিত প্রকৌশলী ঝুলন কুমার দাশকে অবশেষে অপসারণ হলো। তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চাকরি থেকে নিয়ম অনুযায়ী অপসারণ করা হয়েছে। সুবিধা হিসেবে ৯০ দিনের নগদ বেতন পাবেন তিনি।
রবিবার (১৫ ডিসেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাশকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।’
অপসারণের বিষয়টি নিশ্চিতের জন্য চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী ঝুলন দাশকে রংপুর সিটি কর্পোরেশন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করা হয়। তবে তাকে চসিকের কোনো দায়িত্বে দেওয়া হয়নি। পৃথক আরেকটি আদেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।
বদলি আদেশ পেয়ে তার যোগদান নিয়ে ‘হার্ডলাইনে’ থাকার ঘোষণা দিয়েছিলেন খোদ সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র বলেন তাকে কোনোভাবেই গ্রহণ করবে না চসিক।’ পরে তাকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চসিকে যোগদান করানো হয়।
যদিও তাকে চসিকে যোগদান করার বিষয়টি ‘শাস্তি’ হিসেবে ধরা হয়েছিল বলে জানিয়েছে চসিক সূত্র। পাশাপাশি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেছিলেন, ‘ঝুলন বাবুর নিয়োগ চসিক থেকে। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে চসিককেই নিতে হবে।’