ফরিদপুরে রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুরের গুহলক্ষ্মীপুর মডেলটাউন এলাকা থেকে এক রিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিকশা চালকের নাম আব্দুল হালিম শেখ (২৫)।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা শহরের গুহলক্ষ্মীপুর মডেলটাউন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল।

নিহত হালিম একই শহরের মধ্যে আলীপুর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজ বাড়ি থেকে বের হন রিকশাচালক আব্দুল হালিম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কোথাও খুঁজে না পেয়ে পরিবার শুক্রবার (৩ জানুয়ারি) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ মাঠে নামে রিকশাচালক হালিমের খোঁজে। অতঃপর শনিবার দুপরে গলা কাটা অবস্থায় মাটিতে পুঁতে রাখা হালিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন এই প্রতিবেদককে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের রিকশা একটি রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা নেওয়ার পর তাকে হত্যার পর বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।