চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ
এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন এই প্রতিবেদকে জানান, ভোর ৬টার দিকে ওই যুবক পাক্কা মসজিদ এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয় লোকজন কুমিরা ফায়ার সার্ভিসে ফোন করে জানালে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি।
তিনি আরও জানান, মরদেহটি বার আউলিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই গোলাম রাব্বানী জানান, কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত যুবকের মরদেহ হস্তান্তর করেন। ওই যুবকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।