বন্দরনগরীতে দুই ভুয়া এনএসআই আটক

নিজস্ব প্রতিবেদক ::
বন্দরনগরীর চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে দুই ভুয়া এনএসআইকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন- খুলশীর সেগুনবাগান এলাকার মো. জুম্মান ও মো. ফিরোজ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই জন ডিবি পুলিশ ও এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিল।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কোতোয়ালির লালদিঘী এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকের পর তাদের কাছ থেকে ওয়াকি-টকি ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ডিবি পুলিশ ও এনএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।