ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আটক সাড়ে ৪ হাজারেও বেশি

নিজস্ব প্রতিবেদক ::
শনিবার রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত গত তিন দিনে সারাদেশে যৌথ অভিযানে আটক হয়েছে ৪ হাজার ৬০৪ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক করা হয় ১ হাজার ৭৭৫ জন। আটককৃতদের মধ্যে ডেভিল হান্টে আটক হয়েছে ৬০৭ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় দুটি পিস্তল, একটি করে এলজি, ওয়ান শুটারগান ও পাইপগান, গুলি, কার্তুজসহ দেশী ধারালো অস্ত্র ছুরি-চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, প্রথম দিনের অভিযানে ১৩০৮ জন, দ্বিতীয় দিনে ১৫২১ জনকে আটক করা হয়।