চান্দগাঁওয়ে ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় জুয়ার আসর থেকে ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ১৩ হাজার টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় মিনিটের দিকে বহদ্দারহাট খইল্লা মিয়ার পেট্টোল পাম্প ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন, মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মোহা. আলী (৫৩), মো. ওসমান (৬৪), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), মো. আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), মো. নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), মো. পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু (জীবন) (৩১) এবং সাজ্জাদ হোসেন নয়ন (৩১)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান, জুয়ার সরঞ্জাম এবং নগদ টাকাসহ তাদের গ্রেপ্তারের পর থানায় মামলা হয়েছে। আজ (শনিবার) তাদের আদালতে পাঠানো হয়।