ডেস্ক নিউজ:
ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় র্যাব-৭ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ভোরে একটি সিএনজি থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। আটকৃত কারবারীরা হলেন- মরিয়ম (৪৫), মো. শামিম (৩৪), হেদায়েত উল্লাহ সবুজ (৩২) ও মো. জুনায়েদ হোসেন লিমন (১৮)।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র সিএনজিযোগে বারৈয়ারহাট থেকে কুমিল্লার দিকে মাদক নিয়ে যাচ্ছে। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাবের টহল টিম। এ সময় একটি সন্দেহভাজন যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে আসার সময় দ্রুত পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হন ।
তল্লাশির সময় সিএনজির পেছনে মালামাল রাখার স্থানে বিশেষ কৌশলে রাখা তিনটি ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সরবরাহ করত।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।