চট্টগ্রাম ব্যুরো ::
চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ মানিক (৩২)।
সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মানিক আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানিককে ছুরিকাঘাত করা হয়।
প্রথমে আহত অবস্থায় মানিককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।





