আমতলীতে হারুনের বাসা চুরি হওয়ার ৭ মাসেও কোন রহস্যের উদ্ঘটন পাওয়া যায়নি

বরগুনার আমতলীতে নির্বাচন কমিশন অফিসের স্টাফ হারুনের বাসা চুরি হওয়ার ৭ মাসেও কোন রহস্যের উদ্ঘটন পাওয়া যায়নি। ঢিলেঢালা প্রশাসনের কর্মতৎপরতা এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী হারুন।

গত (১১ আগষ্ট) বরগুনার আমতলীতে নির্বাচন কমিশন অফিসের স্টাফ মো: হারুন অর রশিদ এর ভাড়া বাসা থেকে স্বর্ন ও নগত টাকাসহ প্রায় ৪ লক্ষ ৪৫ হাজার টাকা চুরি হয়েছে। এতে থানায় অভিযোগ করার ৭ মাস সময় পার হলেও চুরির ঘটনার নেই কোন রহস্যের উদ্ঘটন।

অভিযোগ সুত্রে জানা গেছে, আমতলী বকুলনেছা মহিলা কলেজের পূর্ব পাড়ে মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন মোঃ শামীম হাওলাদার এর বাসার ভারাটিয়া আমতলী নির্বাচন কমিশন অফিসের স্টাফ মো.হারুন অর রশিদ তার বাসায় ভারা থাকেন।
গত (১১ আগষ্ট) বিকেল পৌনে ৬ টায় হারুনের পরিবারের লোকজনেরা বিকেলে সময় কাটানোর জন্য সবাই বাসার ছাদে উঠে, এসময় বাসা খালি পেয়ে ওৎ পেতে থাকা চোর চক্ররা বাসার ভিতরে ডুকে আলমিরা ও শোকেজ ভেঙ্গে প্রায়
৩ ভরি স্বর্ন , নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তবে চোরচক্রদের সিসিফুটেজ দেখেও চিনতে পারেননি হারুনের পরিবারের লোকজনেরা।

এ ব্যাপারে ভুক্তভুগি হারুন অর রশিদ জানান,আমার বাসা চুরি হয়েছে গত ৭ মাস আগে। আমি ১১ আগস্ট আমতলী থানায় অভিযোগ করেছি।তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই তানজিল আলম। আজ প্রায় ৭ মাসেও চুরির হওয়ার কোন রহস্য উদঘটন হয়নি।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো আরিফুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।