ডোস্ক নিউজ:
প্রায় ১২শ এর অধিক পোষ্ট গ্র্যাজুয়েট ডাক্তারদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেইনী ডক্টর’স এসোসিয়েশন (পিজিটিডি) শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ (মঙ্গলবার) চমেক কনফারন্স হ’লে ওই এসোসিয়েশন এর উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোনাইম ফরহাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ডা: তানভীর হাবিব। উক্ত মাহফিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে প্রধান অতিথি রেখে ক্রেস্ট সম্মানিত করা হয়। মেয়র তাঁর প্রেরিত বক্তব্য বলেন, “পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেইনী ডাক্তারদের নিরলস পরিশ্রমের উপর ভিত্তি করেই চমেক হাসপাতালের স্বাস্থ্যসেবা বিশ্বমানের হচ্ছে এবং ট্রেইনী ডক্টরদের কর্মপরিবেশ বজায় রাখতে এই এসোসিয়েশনের কর্মকাণ্ডকে তিনি সাধুবাদ জানান”
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন” চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও বি.এম.ডি.সি সদস্য ডাঃ খুরশীদ জামিল চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন’ বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেইনী ডক্টর’স এসোসিয়েশনের ডাক্তারদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে পিজিটিডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের ডাক্তার সংশ্লিষ্ট কর্মকাণ্ড অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এতে আরো বক্তব্য রাখেন, ডা: সায়েফ উদ্দিন, ডাঃ দিদার, ডা: আসিফ, ডাঃ নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ডা: মাজেদ সুলতান ডাঃ রিফাত কামাল, ডাঃ ইমরান, ডা: এজাজ, ডাঃ মাহমুদ, ডাঃ স্বপন, ডা: মিজান, ডা: রিজভী, ডাঃ ইয়াসির, ডা: তাশদীদ আনান, ডা: রোবায়েত, ডা: জহির শাহ, ডা: রাকেশ।
এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ জসীম উদ্দিন,পরিচালক ব্রিঃ জেঃ ডাঃ তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা: মো: আব্দুর রব, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা: জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা: তমিজউদ্দিন, ড্যাব মহানগর শাখার সভাপতি ডা: আব্বাস উদ্দিন, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা: ফয়েজুর রহমান, ড্যাব মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা: ইফতেখারুল ইসলাম, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী, এন.ডি.এফ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ খায়রুল আনোয়ার সাধারণ সম্পাদক ডা: আবু নাছের, এন.ডি.এফ. চমেক শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস, এম, কামরুল হক, সহ-সভাপতি ডা: মো: সেলিম, ডা: ঈসা চোধুরী, ডা: সারোয়ার আলম, ডা: ইমরোজ উদ্দীন।