গণঅভ্যুত্থানে শহিদ পরিবারদের নিয়ে চট্টগ্রাম ডিসির ইফতার

ডেস্ক নিউজ:

৩৬ জুলাই এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহিদ পরিবারের উপস্থিতিতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫শে মার্চ নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন,জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( এল.এ), এ.কে.এম গোলাম মোর্শেদ খান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং শহিদদের স্বজনরা।

অনুষ্ঠানের শুরুতেই শহিদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। তিনি শহিদ পরিবার এর প্রতি সমবেদনা প্রকাশ করেন । অনুষ্ঠানের সভাপতি হিসেবে জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে শহিদপরিবারের মাঝে ইদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পরবর্তীতে ইফতার এর পূর্বে দোয়ার আয়োজন করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ একত্রে ইফতার করেন।

ইফতার পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৬০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র ৬ টি শহিদ পরিবারের ১০ জন উত্তরাধিকার এর মধ্যে বিতরণ করা হয়। এসময় স্বজনরা শহিদদের স্মৃতিতে আবেগ আপ্লুত হয়ে হয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।