চন্দনাইশ ( চট্টগ্রাম ) সংবাদদাতা:
চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদী থেকে আবু নোমান ( ৪০ ) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেন পুলিশ।
রবিবার ( ৬ এপ্রিল ), দুপুর আনুমানিক আড়াইটার দিকে সাঙ্গু নদীর দোহাজারী সেতুর নীচে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দোহাজারী ফাঁড়ি ও চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ৫ এপ্রিল দিবাগত রাতে দোহাজারী বার্মা কলোনী ও কাঠগড় এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দর্শক আবু নোমান ( ৪০ ) মারামারিতে ধাওয়া-পাল্টা খেয়ে আত্মরক্ষার্তে নদীতে ঝাপ দিলে সাঁতার না জানায়, সে পানিতে ডুবে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। সে প্রায় এক বছর আগে কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া এলাকা থেকে কাজের সন্ধানে দোহাজারীতে আসে বলে কলোনীর বাসিন্দারা জানান। এরপর সে ইট ভাঙ্গার নেয় ।
মৃত নোমান কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া এলাকার আবু সৈয়দের পুত্র। চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “লাশটি থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’