গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর মুরাদ হোসেন (১৬) নামে এক পরীক্ষার্থীকে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে।
অপহৃত মুরাদ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
জানা গেছে, সোমবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মুরাদ হোসেন উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল কেন্দ্র থেকে গণিত পরীক্ষা দিয়ে বেলা ১ টার দিকে বের হওয়া মাত্রই আগে থেকে ওৎপেতে থাকা অস্ত্রধারী কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়।
মুরাদের বাবা আব্দুর রাজ্জাক তার ছেলেকে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) ও একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সানোয়ার হোসেনকে (১৮) স্থানীয় লোকজনের সহোযোগিতায় ধরপাকট করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আপন ও সানোয়ারকে আটক করে থানায় নিয়ে যায় ।
অপহরণকারীদের দেয়া তথ্যমতে পুলিশ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার কাটামোর থেকে আনুমানিক বিকেল সাড়ে ৩ টার দিকে অপহৃত মুরাদকে উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার হওয়া মুরাদ হোসেনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে এবং এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।