গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুকুর থেকে প্রায় ২৫ মণ নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পুকুর মালিক আইয়ুব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকার একটি পুকুরে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জাল ফেলে এসব মাছ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা মাছ চাষি আইয়ুব আলী তার পুকুরে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ চাষ করে আসছেন। এ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে আইয়ুব আলীর পুকুরে জাল ফেলে প্রায় ২৫ মণ মাছ উত্তোলন করে সেগুলো জব্দ করা হয়।
জানা গেছে, স্থানীয় বাজারে প্রতিকেজি পিরানহা মাছ ১৫০ টাকা হিসেবে বিক্রি হয়ে থাকে। এ হিসেবে ২৫ মন মাছের দাম দাঁড়ায় এক লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা এসব পিরানহা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, পিরানহা মাছ রাক্ষুসে স্বভাবের। এই মাছ অন্যান্য দেশি মাছের জন্য ক্ষতিকর। এই মাছ দেশীয় জাতের মাছকে খেয়ে ফেলে। তাই পুকুর থেকে এসব মাছ উত্তোলন করে বিতরণ করা হয়। এ ধরনের মাছ মানুষ খেলে কোনো ক্ষতি নেই। তবে এটি দেশে চাষ করা নিষিদ্ধ রয়েছে।