পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ।

পরে তিনি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের তৎপরতা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশনে নিজ নিজ ইউনিটের চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এছাড়াও জনমনে আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশ হতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা বৃদ্ধিসহ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ।