চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবার শাহ থানার অভিযানে ৫ হাজার ৪৫০ পিস ইয়াবা বড়িসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই জন রোহিঙ্গা নারী মাদক কারবারি।
শনিবার (৩ মে) নগরীর আকবার শাহ থানাধীন ১ নং ঝিল এলাকায় সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুর বাড়ী থেকে গোপন তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানার ওসি কামরুজ্জামানের নির্দেশনায় ও তদন্ত পফিসারের নেতৃত্বে আসামী রশিদা বেগম (২৮), রেহানা বেগম (২৫), মো: সোহেল (৩০) ও মো: আল আমিনকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ টি বাটম মোবাইল ও ১ টি স্মার্ট ফোন জব্দ করা হয়। সন্ত্রাসী নুরে আলমের বোন রুবি আক্তার (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।
আকবর শাহ থানার সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।