কাঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে ব্রাকের গরু ও গাছের চারা বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ায় হতদরিদ্রদের মাঝে গরু,ফলদ গাছের চারা ও মশারি বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্রাক। আজ ৮ মে সকালে ১১ টায় আমুয়া ব্রাক অফিসের সামনের চত্বরে এ সব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অতিদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ষাড় গরু,গাছের চারা ও মশারি তুলে দেন। চলতি বছরের মধ্যে ৩ শত পরিবারকে গরু,গাছের চারা ব্যবসায়িক পণ্য বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ২০টি পরিবারাকে এ সহায়তা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্র্যাকের ঝালকাঠি জেলা সমন্বয়ক রিসান রেজা মো: শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, বিশ্বজিৎ শীল, আঞ্চলিক ব্যবস্থাপক, উজ্জ্বল কুমার দাস প্রমুখ।