কিশোরগঞ্জে কসোভো পাঠানোর নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিবন্ধী ভুক্তভোগীসহ উলটো ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বিদেশে পাঠানোর কথা বলে ভূয়া কাগজ-পত্র দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক পোলট্রি ব্যবসায়ী। সে টাকা ফেরত না দেয়ার বাহানায় উলটো বিদেশ গমনেচ্ছু প্রতিবন্ধী সহ ৫ জনের নামে দিয়েছে চাঁদাবাজির মামলা। সঠিক তদন্ত সহ সত্য উদঘাটনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রতারিত হওয়া ওই ভুক্তভোগীরা।

কিশোরগঞ্জ জেলা সদরের নিভৃত পল্লী কুট্রাঘর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম ( রফিক) ২০২৩ – ২৪ সনে চাকুরী দিয়ে কসোভো নেয়ার নাম করে একই এলাকার ৫ ( পাঁচ) জনের নিকট থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

চুক্তির মেয়াদ পার হয়ে গেলেও বিদেশের কোন প্রক্রিয়া না করায় দীর্ঘ দিন অপেক্ষার পর বিদেশ যেতে না পারায় বিদেশ গমণ প্রত্যাশীরা টাকা ফেরত চাইলে রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ ফারহানা ইসলাম বাদী হয়ে প্রতিবন্ধী মোঃ ইব্রাহীম ও তার সহোদর ভাই সোহেল মিয়া এবং পাশ্ববর্তী এলাকার উজ্বল, কামাল, মকবুল এর নামে চাঁদা দাবী সহ বিভিন্ন অভিযোগে কিশোরগঞ্জ আমলী আাদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তনাধীন আছে।

মিথ্যাও হয়রানী মূলক মামলা থেকে উদ্ধার ও বিদেশের জন্য দেয়া টাকা ফেরত পাওয়ার জন্য ১২ এপ্রিল ২০২৫ ( সোমবার) দুপুর ১২ টায় গাইটালস্হ ( কিশোরগঞ্জ) বিডি ল্যাব হেলথ সেন্টারের চতুর্থ তলায় ” বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ ” এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংবাদ প্রতিনিধির প্রশ্নোত্তরে ভুক্তভোগী বিদেশ গমনেচ্ছুরা ক্ষতিপূরণ সহ টাকা ফেরত পাওয়া, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে স্থানীয় পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।