সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নেতাকর্মীদের আরও সংগঠিত করার লক্ষ্যে কাজ করছে নতুন বন্দোবস্ত সূচিত তারুণ্যের শক্তিতে গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় একটি রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভায় বক্তারা এ কথা ব্যক্ত করেন।
এতে বক্তারা বলেন–এনসিপিতে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশনের অবসান চান বক্তারা।
বক্তারা আরো বলেন, স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, এনসিপির প্রথম পদক্ষেপ হচ্ছে কর্মীদের সংগঠিত করা ও নেতৃত্ব তৈরির পাশাপাশি মনুষের কল্যাণে কাজ করা। ক্ষমতা নয় জনসেবক হওয়া এনসিপির লক্ষ্য।
চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের মধ্যে নতুন উতসাহ- উদ্দীপনা সৃষ্টি হয়।
উত্তর জেলা এনসিপির সংগঠক মোহাম্মদ ইকরামুল হকের সঞ্চালনায় ও ফরহাদুল হক সবুজের সার্বিক তত্বাবধানে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি –এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের প্রস্তাবনা কমিটির তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক।

আরো উপস্থিত ছিলেন, শ্রমিক উইংয়ের প্রতিনিধি আমির হোসেন আতিক, মহানগর পর্যায়ের সংগঠক মো. রাফসান জানি, জমির উদ্দিন, রকিবুল হাসান, মহিউদ্দিন জিলানী ও মোসলেহ উদ্দিন প্রমুখ।
এতে চট্টগ্রাম উত্তর জেলার ৭ টি উপজেলা – হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দীপ অঞ্চলের সংগঠকরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে নেতৃবৃন্দ সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদারকরণ,সদস্য সংগ্রহ বুথ চালু করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন। সভায় সংগঠকরা কেন্দ্রীয় নেতাদের কাছে বিভিন্ন জিজ্ঞাসা ও পরামর্শ প্রদান করেন।
উত্তর প্রদান ও সাংগঠনিক কাঠামোগত কেন্দ্রীয় নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করেন অঞ্চল তত্তাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।