ইমরানকে প্রধান করে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি গঠন 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা–চট্টগ্রাম অঞ্চলের সমন্বয় কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটি ঘোষণা করা হয়। গত ৬ জুন (শুক্রবার), জাতীয় নাগরিক পার্টি–চট্টগ্রাম অঞ্চল তত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ সাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণার তথ্য পাওয়া যায়। এতে কর্ণফুলী উপজেলা থেকে বেড়ে ওঠা তরুণ রাজনীতিবিদ সৈয়দ মোহাম্মদ ইমরানকে প্রধান করে দশ সদস্যের কমিটি গঠন করা হয়।
ঘোষিত  সার্চ কমিটিকে আগামী ১৩ জুনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির –চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সুপারিশ প্রস্তাবনা দাখিল করতে নির্দেশ দেয়া হয়।
সার্চ কমিটির বাকি সদস্যরা হলেন–সিফাত হোসেন, মোহাম্মদ সেলিম, মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, হাসিন ইশরাক,  মো: আকাশ নূর,নাজমুস সাকিব তামিম, মুহাম্মদ সাইফুদ্দীন সুমন,মুহাম্মাদ হারুনুর রশীদ ও ওবায়দুর রহমান আসফার।