চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযান, হত্যা মামলার ৫, মাদক কারবারির ৩ আসামি গ্রেফতার 

চট্টগ্রাম ও ফেনীতে র‍্যাব-৭ এর পৃথক অভিযানে পাঁচ পলাতক হত্যা মামলার আসামি ও তিন মাদক কারবারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২৭ কেজি গাঁজা ও ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
বুধবার (১১ জুন) সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, ৯ ও ১০ জুন চট্টগ্রাম নগর এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে পাঁচটি পৃথক অভিযান চালানো হয়। এতে পাঁচজন পলাতক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার সন্দেহভাজন মো. সাকিব, যাকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট জেলার একটি হত্যা মামলার প্রধান আসামি মোছা. মনসুরা আক্তার মনি ও মোছা. মাহফুজা আক্তার চাঁদনীকে গ্রেপ্তার করা হয়েছে নগরের হালিশহর এলাকা থেকে। বরগুনা জেলার হত্যা মামলার আসামি মো. হানিফ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে বন্দর থানা এলাকা থেকে, আর নোয়াখালী জেলার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রফিক ওরফে রফিক উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে ফেনী জেলা থেকে।
একই সময়ে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. ইউসুফ, মো. রমজান ও মো. ইয়াছিন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও ইয়াবা।
গ্রেপ্তার হওয়া সকল আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।