গাউসিয়া হক কমিটি — সৈয়দ কোম্পানি শাখার উদ্যোগে পথচারীদের মাঝে  শরবত বিতরণ 

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ— সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে সৈয়দ কোম্পানি রাস্তার মাথা সংলগ্ন প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে  শরবত বিতরণ কর্মসূচি পালন করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য এইচ এম জসিম উদ্দিন জিকু।

কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ এনামুল হক মুহুরী, মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদার, মিনহাজ ইমন, শেখ হাসান উদ্দিন, নাজিম সওদাগর, আলমগীর কমাণ্ডার, মফিজুর রহমান, আজিজুল হক রাব্বী, আবু তালেব জেমি, আমিনুল হক আকসা, মুস্তাফিজ হাকিম, রাশেদুল ইসলাম, মহসিন পিয়াস, এস এম সাকিফ উল্লাহ, সাবের হোসেন, নাবিয়াত উল্লাহ প্রমুখ।