শাহ আমানত বিমান বন্দরে থামছে না ‘লাগেজ পার্টি’র দৌরাত্ম্য, সিগারেট মোবাইল ও নিষিদ্ধ ক্রিম সহ ২ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৫ কার্টন বিদেশি সিগারেটসহ বিদেশফেরত দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুন) পৃথক দুটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। সিগারেট ছাড়াও তাদের একজনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও বেশকিছু নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।
আটক দুই যাত্রী হলেন, মোহাম্মদ আবু নাসের ও মিন্টু দেবনাথ। আবু নাসের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা আহমেদ কবীরের ছেলে। আর মিন্টু দেবনাথ নগরের চান্দগাঁও থানার বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যে বিমানবন্দর সিকিউরিটি (এভসেক) ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে ওভি-৪০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আবু নাসেরকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
ঘটনার পর মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে করে আবুধাবি থেকে আসা মিন্টু দেবনাথকে আটক করা হয়। তার কাছ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ কার্টুন জব্দ করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, পণ্যগুলো যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত ছিল। তাই শুল্ক আইনের (ডিএম) আওতায় এগুলো আটক করা হয়েছে। উদ্ধারকৃত সমস্ত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুই যাত্রীকে আটক করা হয়েছে।