বাকলিয়া নোমান কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

খবর বিজ্ঞপ্তি ঃ 
প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সফলমন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের প্রতিষ্ঠিত চট্টগ্রাম নগরীর বাকলিয়া নতুন ব্রীজ শহীদ এনএমএমজে ডিগ্রী কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ২৪ জুন (মঙ্গলবার) সকালে উক্ত কলেজ এর আইসিটি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মালেক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি রাখা হয় চট্টগ্রাম শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহমেদকে, তিনি সশরীরে উপস্থিত না হতে পারলেও উক্ত কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন কলেজের রেজিস্টার্ড ডাঃ গোলাম রহমান জুয়েল, গভর্নিং বডির অভিভাবক সদস্য জাফর আহমদ, বিদ্যোৎসাহী সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল,হিতৈষী সদস্য আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ, দাতাসদস্য আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন, বিদ্যোৎসাহী সদস্য ও আইটি বিশেষজ্ঞ মোঃ মোজাম্মেল উদ্দীন, আব্দুল হামীদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটন দাশ।
পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল আলম রাজু,শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রবিউল হাসান চৌধুরী, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বিশ্বকর শর্মা ভাস্কর, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল আলীম, গণিত বিভাগের অধ্যাপক ছৈয়দ শাহাদাত হোসেন,ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল্লাহ ইবনে মাসুদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক নাসরিন আক্তার। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই জন বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, ‘ শিক্ষা শুধু কৃতিত্ব অর্জন করার জন্য নয় বরং মানুষ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।