দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীতে নাঈম উদ্দিন তালুকদার (৩২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের সালেহ আহমেদ সওদাগর বাড়ির মোঃ হাছানের ছেলে। তাকে ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায়, আটক পরবর্তী কর্ণফুলী থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম উদ্দীন তালুকদার ২০২০ সাল থেকে কর্ণফুলী উপজেলা আহ্বায়ক কমিটি’র ছাত্রলীগের পদধারী সদস্য। আওয়ামী লীগের আমলে দীর্ঘ চারবছর ওই উপজেলায়, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়াতে ক্যাডার ভিত্তিক রাজনীতির সাথে দাপিয়ে ও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে এ কর্মী। ছিল না তার ছাত্রত্ব। তার পিঠে রয়েছে বিএনপি পরিবারের তকমাও। মাদক, চোরাচালান থেকে শুরু করে তার বিরুদ্ধে রয়েছে অপকর্মের লম্বা ফিরিস্তি। সে মইজ্জ্যারটেক ও শাহ আমানত সেতু গোলচত্বর এলাকায় জুলাই বিপ্লবে হামলার মামলার অজ্ঞাত আসামি।
আটকের বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, নাইম উদ্দিন তালুকদার নামে একজনকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে, তার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ডিটি করা যেতে পারে।