কিশোগঞ্জে এনএসআই এর নাম ভাঙ্গিয়ে সামাজিক সংগঠন,চলে নিরব চাঁদাবাজি

মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় সহ জনগণের মাঝে শুরু করেছে নিরব চাঁদাবাজি।

জানাগেছে,কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের ভাসুর দিয়া গ্রামে মোঃ আবু সাঈদ  মাহমুদ  নামে এক সময়ের বীমা কর্মী এ প্রতিষ্ঠানের কর্ণধার এবং তার শ্বশুর বাড়িতেই এ দপ্তরটি ২০২৩ সনে খোলা হয়েছে।

বর্তমান  রাজনৈতিক সংকটকে পুঁজি করে মব জাষ্টিজ সহ বেনামি মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করছে মোঃ আবু ছাইদ মাহমুদ  ও তার ক্যাডার বাহিনী।

বিষয়টিতে  অনুমোদন  কিভাবে পেল প্রশ্ন করলে জাতীয় গোয়েন্দা সংস্হা ( এনএসআই)  কিশোরগন্জ জেলা  কার্যালয়ের  সহকারী পরিচালক  ( নাম প্রকাশে অনিচ্ছুক)  এ প্রতিনিধি কে মুঠোফোনে  জানান  এ ধরনের কাজে  প্রাতিষ্ঠানিক অনুমোদন দেয়ার কোন এখতিয়ার  আমাদের  নেই।ইহা সম্পূর্ণ  প্রতারনা। তদন্তের ব্যবস্থা নিচ্ছি।

এলাকাবাসীদের কেউ কেউ সরকারী অনুমোদন প্রাপ্ত  গোয়েন্দার শাখা অফিস হিসেবে মনে করছেন।  অনেকে আবার আবু সাঈদ  এর চলন বলনে গোয়েন্দা  মনে করে ভয় পায় বলে মন্তব্য করতে নারাজ।

বিষয়টি আইন শৃংখলা বাহিনীর কর্তৃপক্ষ, সমাজ সেবা অধিদপ্তর, এনএসআই কর্তৃপক্ষের আশু নজরদারীর দাবী করেছেন।