প্রেমের বিয়ে মেনে না নিয়ে জামাই ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি সহ নানান হয়রানি করার অভিযোগ ওঠেছে চট্টগ্রামের এক প্রভাবশালী মেয়ের পরিবারের বিরুদ্ধে।
মিথ্যা মামলায় ফাঁসানো সহ হয়রানি বন্ধের প্রতিবাদে ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকালে নগরের মোমেন রোড ‘চট্টগ্রাম একাডেমি’ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জান্নাত ফাতেমা ও সাইদুর রহমান নামে সদ্য বিবাহিত এক দম্পতি।
লিখিত বক্তব্যে জান্নাত ফাতেমা বলেন, আমাদের এলাকার পূর্ব পরিচিত সাইদুর রহমানের সাথে বন্ধুত্বের সম্পর্ক থেকে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুভ পরিণয়ের কথা বিবেচনা করে উভয়ই গত ২৩ জুন স্বেচ্ছায়-সজ্ঞানে ইসলাম ধর্ম অনুযায়ী ও দেনমোহর ধার্যের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু শুরু থেকেই আমার পরিবার প্রভাব খাটিয়ে আমাদের বিয়ে মেনে নেয়ার বিপরীতে আমার স্বামী (সাইদুর রহমান) ও তার পরিবারকে নানাভাবে হুমকি ও হয়রানি করতে থাকে।
তিনি বলেন, কারো প্ররোচনায় কিংবা কেউ আমাকে জোর ও অপহরণ করে নাই। স্বেচ্ছায় সাইদুর এর হাত ধরে চলে এসেছি। পরনের জামা ছাড়া সাথে নগদ টাকাপয়সা ও স্বর্ণালংকার কিছুই আনিনি। আমরা বৈধ ও পবিত্র সম্পর্ক নিয়ে বর্তমানে ভাড়া বাসায় শান্তি প্রিয়ভাবে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছি।
তিনি আরও বলেন, বর্তমানে আমি আরও আট-দশ মেয়ের মতো সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে চাই। কিন্তু আমার পরিবার আর্থ-সামাজিক বৈষম্য সৃষ্টি করে বিচ্চেদের পায়তারা চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমার স্বামী, শাশুড়ী ও পরিবারের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এমতাবস্থায় আমরা স্বামী-স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন স্বাভাবিক দিনযাপন করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভয়ভীতি ও মৃত্যুঝুঁকি নিয়ে দিন অতিবাহিত করছি। আমরা স্বামী-স্ত্রী ও শশুরবাড়ি প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরাপত্তার আরজি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জান্নাত ফাতেমার স্বামী মোঃ সাইদুর রহমান, শ্বশুর মোঃ মাসুদ রানা, এম নুরুল হুদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।