কিশোরগঞ্জে ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর উদ্যোগে তামাক বিরোধী ক্যাম্পেইন

কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল ইউনিয়নে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল জনসচেতনতা সৃষ্টি সহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পাড়া মহল্লা ভিওিক প্রাক যুবদের করনীয়” শীর্ষক এক আলোচনাসভা ও ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

১০ আগস্ট রোববার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে ন্যাশনাল ইয়ুথ ফোরাম কিশোরগঞ্জের সম্পাদক তাসলিমা আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এনওয়াইএফ এর সহ- সভাপতি কাউসার আহম্মদ দুরন্ত।

অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পথে তামাক কোম্পানির লোভনীয় বাহারী বিজ্ঞাপন প্রচার ও সতর্কবার্তা না থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান এর একশো গজের মধ্যে তামাকের দোকান না থাকা, পৃথক ট্রেড লাইসেন্স গ্রহণ করা সহ এফসিটি বাস্তবায়নে করনীয় সম্পর্কে প্রাণবন্ত আলোচনা করেন জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান।

অনুষ্ঠানের শেষপর্বে ভিএসও প্রকাশিত শিক্ষা মূলক তিনটি ষ্টিকার স্থাপন করা হয়।