পটুয়াখালীতে নবজাতক ও শিশু রোগের চিকিৎসা সেবায় মাইলফলক স্পর্শ 

পটুয়াখালী সদর উপজেলার মুনসেফপাড়ায় রয়েল ডায়াগনস্টিক সেন্টারে আগামী শুক্রবার থেকে নবজাতক ও শিশু রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করবেন ডা. মোঃ মেহেদী হাসান (মিনার)।

তিনি এমবিবিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডিসি এইস (কোর্স) — সাবেক পিজি হাসপাতাল, এফসিপিএস পার্ট-২ (নবজাতক ও শিশু রোগ) এবং পি.জি.পি.এন (শিশু পুষ্টি) — বোস্টন, আমেরিকার ডিগ্রিধারী।  বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন এবং এর আগে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসা সেবা দেওয়া হবে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। ঠিকানা: রয়েল ডায়াগনস্টিক সেন্টার, জুবলী স্কুল রোড, মুনসেফপাড়া, পটুয়াখালী সদর।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি  আবু হানিফ বলেন, ‘পটুয়াখালীতে নবজাতক ও শিশুদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডা. মোঃ মেহেদী হাসান মিনারের  মতো অভিজ্ঞ চিকিৎসকের আগমন একটি সময়োপযোগী উদ্যোগ ও অত্র অঞ্চলের জন্য মাইলফলক স্পর্শ। এর মাধ্যমে এলাকার রোগীরা মানসম্মত চিকিৎসা সুবিধা পাবে এবং অভিভাবকদের উদ্বেগ কমবে।’

নবজাতক ও শিশু রোগের সহানুভূতিসুলভ ও যত্নসহকারে  চিকিৎসা সেবা নিতে প্রদত্ত নম্বরটি সিরিয়ালের জন্য  (০১৭২৫-৫০০৪২০) উল্লেখ করা হলো।