চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করেছে চিকিৎসা সেবায় অনন্য লক্ষ্যউদ্দেশ্য নিয়ে আল আফিয়াহ হস্পিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক শুভসূচনা হয়।
এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম এর আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার পরিচালক মুফতি খলিল আহমদ, পটিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আবু তাহের নদভী, লেখক মুফতি হারুন ইজহার, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
আল আফিয়াহ চট্টগ্রামের প্রথম বিশেষায়িত হাসপাতাল যেখানে নারী-পুরুষের পৃথক ইমার্জেন্সি রুম, অপারেশন থিয়েটার রয়েছে। এই হাসপাতালে একমাত্র মহিলা ডাক্তার, নার্স ও স্টাফ দ্বারা পরিচালিত নরমাল ও ন্যাচারাল ভ্যাজাইনাল ডেলিভারি করা হয়।
সম্পূর্ণ পর্দানশীন পরিবেশে ফিমেল ব্রেস্ট সার্জারি, পাইলস অপারেশনসহ সকল জেনারেল সার্জারি, প্রতিটি বিভাগে পুরুষ ও মহিলা ডাক্তারের আলাদা চেম্বার সুবিধা সহ নারীপুরুষ রোগীর জন্য আলাদা ডেন্টাল, ফিজিওথেরাপি ও হিজামা সেবা, পৃথক ওয়েটিং স্পেস, মাতৃদুগ্ধ শিশু ব্রেস্টফিডিং কর্ণার, হাসপাতালের মার্কেটিং, ফিন্যান্স ও ব্যবস্থাপনা শরীয়াহ মোতাবেক পরিচালিত হবে।
এতে উপস্থিত অতিথিবৃন্দ এসব অভূতপূর্ব কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং হাসপাতালে এর ভবিষ্যৎ সফলতা কামনা করেন।