ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ঝালকাঠির অরুপ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝালকাঠির কৃতি সন্তান মুনইম হাসান অরূপ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।

মেধা ও মার্জিত আচরণের জন্য পরিচিত অরূপের শৈশব কেটেছে ঝালকাঠিতে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তি অর্জনের মাধ্যমে তিনি ভর্তি হন নটরডেম কলেজে, সেখান থেকে উত্তীর্ণ হয়ে ঢুকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

অরূপ ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে আসছেন। স্কুলজীবনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের পাশাপাশি সংগীতেও ছিলেন সমান দক্ষ। ২০১৫ সালে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যন্ত্রসংগীত বিভাগে অংশ নেন এবং বরিশালের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষ থেকে অরূপ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়। সর্বশেষ জুলাই আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির এক যোদ্ধা। আন্দোলনে অংশ নিতে গিয়ে পায়ে আঘাত পান এবং তার বোন গুলিবিদ্ধ হন।

ডাকসু নির্বাচনকে সামনে রেখে মুনইম হাসান অরূপ সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।