প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বতর্মান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনার জন্যে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বিএনপির সাথে বৈঠক বিকেল ৩টার পরিবর্তে সন্ধ্যা ৭:৩০ টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক যথাক্রমে বিকাল ৪:৩০ এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।