খুলনায় গণঅধিকার পরিষদের মিছিল থেকে ভাঙচুর

খুলনায় গন অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে জাতিয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে।

৩ সেপ্টেম্বরে বুধবার বিকাল ৫টার দিকে নগরের ডাক বাংলা মোড়ে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ নেতা কর্মীদের উপর হামলাকারীদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নগরের ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

মিছিলটি নগরীর ফেরীঘাট মোড় থেকে শুরু হয়ে নগরীর ডাক বাংলা মোড়ে এসে অবস্থান করলে, মিছিল থেকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা জাতিয় পার্টি কার্যালয়ে ভাংচুর করে।

এ সময় তারা জাতিয় পার্টি কার্যালয়ের সাইনবোর্ড, অফিসের গ্রীল ও লাইট ভাঙচুর করে।

সদর থানার ওসি সাথে সাথে পুলিশ পাটিয়ে  তাদেরকে  নিবৃত্ত করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ফেরী ঘাট মোড়ে গিয়ে সড়কে পরিত্যক্ত  ত্যানাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

এর আগে গত ৩০ আগষ্ট গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এতে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মী আহত হয়।