কাল ডাকসুর চূড়ান্ত প্রহর, ভিপি পদে চমক দেখাতে পারেন ইনসানিয়াতের তাহমিনা

কাল (মঙ্গলবার) ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে হচ্ছে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নির্বাচন। ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে এবার শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইনসানিয়াত বিপ্লবের তাহমিনা আক্তার।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনা তাঁর ঘোষিত ৭ দফা ইশতিহারে ছাত্র-ছাত্রীদের কল্যাণ, দলীয় আধিপত্যমুক্ত ক্যাম্পাস, পরীক্ষা-ফি বাতিল এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ছাত্র-সংসদ তহবিলের দুই-তৃতীয়াংশ বরাদ্দের মতো দাবিগুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া কোটা প্রথা বাতিল, আবাসিক হল ও শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও তার মূল প্রতিশ্রুতির মধ্যে রয়েছে।

এ ছাড়া, নিজস্ব সংস্কৃতি চর্চা ও গবেষণায় উদ্বুদ্ধ হতে হলে নিজের শেকড়কে জানতে হবে, তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং এর সুরক্ষা ও প্রসারে সক্রিয় হতে হবে। এর জন্য প্রয়োজন ঐতিহ্যকে জানা, স্থানীয় শিল্পকলা, সাহিত্য ও জীবনধারাকে সম্মান জানানো, এবং সেগুলোকে নতুন প্রজন্ম ও বিশ্ব দরবারে তুলে ধরা। এটি একটি সামাজিক দায়বদ্ধতা যা ব্যক্তিকে তার সম্প্রদায় ও শিকড়ের সাথে সংযুক্ত করে। যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠতে হবে।

তাহমিনা আক্তার বলেন, “জীবিত হলে মানবসত্ত্বা—জীবিত হবে মানবজীবন। জীবিত হলে মানবতার রাজনীতি—জীবিত হবে মানবতা।”

শিক্ষার্থীদের মধ্যে অনেকেই মনে করছেন, সুষ্ঠু নির্বাচন হলে তাহমিনা আক্তার ডাকসুর ভিপি পদে তাক লা বড় চমক দেখাতে পারেন।