নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক প্রতিবেশীকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া চৌধুরী মিয়াজী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত প্রতিবেশীর নাম মোরশেদ আলম (৪৩)। সে একই পাড়ার পেশায় একজন নির্মাণশ্রমিক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মোরশেদ আলমের সঙ্গে প্রতিবেশী বাবুল চৌধুরীর বিরোধ চলে আসছিলো। বিকাল সাড়ে ৩ টার দিকে বিরোধপূর্ণ জমিটি বাবুল চৌধুরী তার ছেলেসন্তান ও ভাইদের নিয়ে দখল নিতে যান। এতে বাধা দেয় মোরশেদ আলম। এর জেরে মোরশেদ আলমকে একা পেয়ে বাবুল চৌধুরীর দলবল দা,ছুরি ও শাবল নিয়ে হঠাৎ হামলা চালায়।
এসময় মোরশেদ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত মোরশেদ আলমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাবুল চৌধুরী এর সাথে অন্যান্য হামলাকারীরা হলেন, লোকমান, নূর হুদা,অন্তর, রাফি, সুজন, জুয়েল,ফয়সাল, রীনা আক্তার ও সুমি।
আহতের আত্মীয়-স্বজনরা জানান, ঘটনার সময় আহত মোরশেদ আলমের স্ত্রী বেগমগঞ্জ থানায় ৯৯৯ এ কল দিলে থানা থেকে পুলিশ টিম পৌঁছাতে পৌঁছাতে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মোঃ জামাল বলেন, ‘ঘটনার পর বেগমগঞ্জ থানা থেকে পুলিশ আসছিলো। তারা তদন্ত করে গেছে। তবে আমাদের পক্ষ থেকে উভয় পরিবারকে শান্ত হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এবং ভিক্টিমের ক্ষতিপূরণ দেওয়ার কথাবার্তা চলতেছে।’