চট্টগ্রামে কোদালের কোপে, বৃদ্ধ চাচাতো ভাইকে নির্মমভাবে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের কোপে শাহ আলম সওদাগর (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সওদাগর ওই এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে এবং আধুনগর বাজারের লেপ-তোষক দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে যাওয়ার পথে শাহ আলম সওদাগর রাস্তার ওপর চাচাতো ভাই শাহনেওয়াজ লাভলুকে বালির বস্তা ফেলতে দেখেন। এ সময় তিনি বাধা দিলে লাভলু ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া বলেন, ‘শাহ আলম নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আনা হয়। তার মাথায় কোপের আঘাতে মগজ বের হয়ে যায়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’