কুমিল্লা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লায় আজ এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে পুলিশ লাইন স্কুল কর্তৃপক্ষ।

আজ শনিবার কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী সহ কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন কৃতি মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।