নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের হাবিবনগর ও ফজুর বাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম রাতে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া হিজড়ারা হলেন- কাজলী (আইঘরটেকপাড়া), ইমন (খালপাড়), কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
স্থানীয়রা জানান, হিজড়া সেজে কিছু লোকজন হাইওয়েতে চাঁদা তুলত। তারা বিমানবন্দর থেকে ফেরা প্রবাসীদের গাড়ি টার্গেট করত। চাঁদা না দিলে গাড়ি আটকে রাখত এবং ভয় দেখাত। এসব কারণে সাধারণ মানুষ খুব ভোগান্তিতে ছিল।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় এ চক্র দীর্ঘদিন ধরে মানুষকে হয়রানি করে আসছিল। মানবিক কারণে পুলিশ আগে ব্যবস্থা নেয়নি। তবে ১৫ সেপ্টেম্বর একদল প্রবাসীর গাড়ি থেকে চাঁদা না পেয়ে তারা গাড়ি আটকে মারধর করে। এরপর প্রবাসীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।