চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। মোবারক হোসেন (৩৫) নগরের বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার ফয়েজ আলীর ছেলে।
র্যাব জানায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৮ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে ফুল মিয়া ও বাড়ির মালিক মোবারক হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মোবারক ও তার সহযোগীরা মরদেহটি কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান। ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মোবারকসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।